চামোলি, ১৭ নভেম্বর (হি.স.): রবিবার রাতেই পুণ্যার্থীদের জন্য বন্ধ হতে চলছে বদ্রীনাথ মন্দির। শীতের মরশুমের জন্য রবিবার রাত ৯.০৭ মিনিট নাগাদ বন্ধ হতে চলেছে বদ্রীনাথ ধাম। এদিনই বিপুল সংখ্যক ভক্ত বাবা বদ্রী বিশালের পূজার্চনা করেছেন। আচার-অনুষ্ঠান ও মন্ত্রপাঠের মধ্য দিয়ে চলছে সমাপনী অনুষ্ঠান।
মন্দির বন্ধ হওয়ার আগে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বদ্রীনাথ মন্দির। এদিন সকালেও প্রচুর সংখ্যক তীর্থযাত্রীরা শ্রী বদ্রীনাথ ধামে পৌঁছন। এদিন সকালে ভগবান বদ্রী বিশালের মন্দির ফুল দিয়ে সাজানো হয়। সমস্ত অলঙ্কার দিয়ে ভগবান শ্রী বদ্রী বিশালকে ফুল দিয়ে সজ্জিত করা হয়। আজ রাত ৮টার পর, মাতা লক্ষ্মীকে গর্ভগৃহে উপবিষ্ট করা হবে, উদ্ধব ও কুবেরজীর মূর্তিগুলি গর্ভগৃহ থেকে বামনীর উদ্দেশ্যে রওনা হবে।