সাব্রুম, ১৭ নভেম্বর : বিভিন্ন ধরনের ড্রাগসের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়ার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে রবিবার সাতচাঁদ ব্লকের অন্তর্গত স্বসহায়ক দলের আলোচনা কক্ষে রাজ্যের মহিলা কমিশনের তত্ত্বাবধানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ওষুধের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ড্রাগসের কুপ্রভাব ছাড়াও নিত্যদিন সমাজে ঘটে যাওয়া মহিলাদের উপর বিভিন্ন ধরনের অপরাধ এবং তার প্রতিকার সম্পর্কিত বিষয় নিয়েও বিশদে আলোচনা করা হয়।
এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্না দেববর্মা, ভাইস চেয়ারম্যান মধুমিতা চৌধুরী সহ মহিলা কমিশনের একাধিক কর্মীবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা পরিষদের সদস্যা তন্দ্রা লস্কর, সাতচাঁদ আর ডি ব্লকের চেয়ারম্যান প্রভাস লোধ এবং বিশিষ্ট সমাজসেবী বিপুল ভৌমিক। আলোচনা সভায় বিশিষ্ট আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডক্টর আলোক দাস।
এলাকার মহিলাদের সংশ্লিষ্ট বিষয়গুলি সম্বন্ধে সচেতন করার লক্ষ্যে ডক্টর আলোক দাস বিভিন্ন ধরনের ড্রাগস দীর্ঘদিন ব্যবহারের ফলে মহিলাদের শরীরে কি ধরনের কুপ্রভাব পড়তে পারে- সে সম্বন্ধে উল্লেখ করেন।
মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার সভায় নারীদের আইনি বিষয় সম্পর্কে সচেতন করার লক্ষ্যে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও নারীদের দৈনন্দিন বিভিন্ন বিষয় সম্পর্কেও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে বিশদে আলোচনা করা হয়। আজকের দিনের এই আলোচনা আগামী দিনে মহিলা স্বশক্তিকরনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন উপস্থিত স্বজ্জনরা।