আগরতলা, ১৫ নভেম্বর: পুর্নবাসনের ব্যবস্থা না করে বুলডোজার চালিয়ে নিগমের তরফ থেকে বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। এমনটাই অভিযোগ তুলে সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন বর্ডার গোলচক্করের এলাকাবাসীরা। তাঁদের দাবি, সরকারের তরফ থেকে পুর্নবাসনের ব্যবস্থা করা হোক।
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক এলাকাবাসী জানিয়েছেন, বর্ডার গোলচক্কর এলাকার রাস্তা প্রশস্ত করা হবে। এরজন্য সরকারের তরফ থেকে বর্ডার গোলচক্কর থেকে জয়পুর যাওয়ার রাস্তার পাশের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে। তাতে শতাধিক পরিবার আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, তাদের পুর্নবাসনের ব্যবস্থা না করেই বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান করা হয়েছে। এই বাড়িঘর ছাড়া তাদের যাওয়ার কোনো জায়গায় নেই। ফলে, তারা পরিবারের সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। এরই প্রতিবাদে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হয়েছেন তাঁরা। তাঁদের দাবি, সরকারের তরফ থেকে পুর্নবাসনের ব্যবস্থা করে দিতে হবে।