BRAKING NEWS

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই বিজেপি বুথ সদস্য, এসপি -র কাছে ডেপুটেশন সিপিআই(এম)- র

খোয়াই, ১৪ নভেম্বর : খোয়াই থানাধীন উত্তর সিঙ্গিছড়া পঞ্চায়েতের চেরমা গ্রামে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ এনে দায়ের করা মামলায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিনই মহিলার শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করলো সিপিআই(এম) খোয়াই মহকুমা কমিটি।

ধর্ষণের শিকার হওয়া মহিলা সহ তার পরিবারের লোকজনদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবীও জানানো হয়েছে ডেপুটেশনে। উল্লেখ্য, খোয়াই থানাধীন উত্তর সিঙ্গিছড়া পঞ্চায়েতের চেরমা গ্রামে সম্প্রতি এক মহিলাকে স্বামী ও দুই নাবালক শিশু সন্তানকে হত্যা করার ভয় দেখিয়ে দেড় দুই মাস ধরে উপুর্য্যপরি ধর্ষণের অভিযোগ উঠে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তরা হলো খোয়াই বিধানসভা কেন্দ্রের আঠারো নং বুথের বিজেপি দলের সম্পাদক সুব্রত দাস ও  দলের স্থানীয় স্বচ্ছ ভারত কর্মসূচীর কো-অর্ডিনেটর অজয় দাস। মহিলা প্রথমে পঞ্চায়েতের দ্বারস্থ হয়ে সুবিচার দাবী করে।

কিন্তু পঞ্চায়েতের কোন হেলদোল নেই দেখে পরে খোয়াই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর জনমতের চাপে পুলিশ একটি মামলা লিপিবদ্ধ করে বুধবার। অথচ রবিবার দায়ের হয় অভিযোগ। অবশেষে বৃহস্পতিবার অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পূলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩২৯(২)/৭৬/৬৪/৬২/৩(৫) ধারা মূলে মামলা গ্রহন করা হয়েছে।

এদিনই সিপিআই(এম) র খোয়াই মহকুমা কমিটির সম্পাদক পদ্ম কুমার দেববর্মার নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধিদল জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করে উত্তর সিঙ্গিছড়া পঞ্চায়েতের চেরমা গ্রামের মহিলার শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় কার্য্যকরী ব্যবস্থা গ্রহণ করার দাবী করেছে। প্রতিনিধিদলে এদিন এছাড়াও ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য তথা বিধায়ক নির্মল বিশ্বাস ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পলাশ ভৌমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *