BRAKING NEWS

বিধানসভায় আরো মোট ৬টি আসন জনজাতি ও মণিপুরীদের জন্য সংরক্ষণের তিপরা মথার দাবি অযৌক্তিক : আমরা বাঙালি দল

আগরতলা, ১৪ নভেম্বর: তিপরা মথা রাজ্য বিধানসভায় আরো পাঁচটি আসন জনজাতিদের জন্য এবং একটি আসন মণিপুরীদের জন্য সংরক্ষণের যে দাবী জানিয়েছে তার তীব্র বিরোধিতা করেছে আমরা বাঙালি দল।

সম্প্রতি তিপরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন জনজাতিদের জন্য বিধানসভায় আরো পাঁচটি আসন এবং মনিপুরীদের জন্য বিধানসভার একটি আসন সংরক্ষণের দাবি জানিয়েছেন। এই দাবির তীব্র বিরোধিতা করেছে আমরা বাঙালি দল। দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন ভারতের সংবিধান অনুসারে সংরক্ষণ ব্যবস্থা পঞ্চাশ শতাংশের বেশি হতে পারবেনা। সংরক্ষণ পঞ্চাশ শতাংশ অতিক্রম করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। অথচ প্রদ্যুৎ কিশোর দেববর্মন জনজাতিদের জন্য আরও পাঁচটি এবং মনিপুরীদের জন্য একটি বিধানসভার আসন সংরক্ষণের যে দাবি জানিয়েছেন তা করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। জনসংখ্যা অনুপাতে তাদের এই দাবি অযৌক্তিক বলেও আমরা বাঙালি দল মনে করে।

সংরক্ষণ করতে হলে জনসংখ্যা অনুপাতে ওবিসি এবং এসিদের জন্য বিধানসভার আসন সংরক্ষণের দাবি জানিয়েছে আমরা বাঙালি দল। সর্বোপরি সমাজের আর্থিক ও সামাজিক দিক দিয়ে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু করার দাবী জানিয়েছে আমরা বাঙালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *