BRAKING NEWS

বাইরে থেকে যন্ত্রাংশ আসছে কলকাতায় অস্ত্রের কারখানায়, দাবি সিপি-র

কলকাতা, ১২ নভেম্বর (হি.স.): বাইরে থেকে যন্ত্রাংশ আসছে কলকাতায় অস্ত্রের কারখানায়। মঙ্গলবার প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমে এই দাবি করেন কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা।

তিনি বলেন, “আগে মুঙ্গের থেকে অস্ত্র আনতো, এখন পুলিশের নজর ঘোরাতে ওরা একটা অস্ত্রকেই বিভিন্ন ভাগে নিয়ে আসছে। এর নেপথ্যে কোথাও কারখানা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।”

সিপি জানিয়েছেন, শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও স্থানীয় চরদের লাগানো হয়েছে। বিশেষত জনবহুল এলাকার প্রতি বাড়তি নজরদারি চালানো হচ্ছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু এখনই বলা সম্ভব নয় বলেও জানান সিপি। বডি গার্ডস লাইনে পুলিশের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে এসেছিলেন সিপি। সেখানেই একথা বলেন তিনি।

প্রসঙ্গত, শনিবার সন্ধেয় গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের পিছনে বৈঠকখানা রোডে এলাকায় তল্লাশি চালায়। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, মুঙ্গের থেকে অস্ত্র পাচার হচ্ছে কলকাতায়। এরপর শিয়ালদহের ব্যস্ত জায়গায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *