বক্সনগর প্রতিনিধি:- অন্যান্য বছরের ন্যায় এই বছরও বক্সনগর কলসি মুড়া স্থিত শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাধামে অষ্টম বাৎসরিক রাস উৎসব অনুষ্ঠিত হতে চলছে। আগামী ১৪-১৬ নভেম্বর এবং বাংলা ২৮-৩০ এ কার্তিক রাধাগোবিন্দ সেবাধামে রাস উৎসব আয়োজিত হবে। তারই প্রস্তুতি নিয়ে রাতদিন একাকার করে কাজ করে চলছে রাস উৎসব কমিটি।
কমিটির সদস্যরা জানান, রাস উৎসবের এই অনুষ্ঠানে ভগবান শ্রীকৃষ্ণের রাস নীলা অমৃত রস আলাপ আস্বাদন করা হবে। আয়োজিত রাস অনুষ্ঠানের সূচনা করবেন কলকাতা থেকে আগত স্বনামধন্য ভাগবত বিশারদ শ্রীকৃষ্ণ দাস মুখার্জি। তিন দিনব্যাপী উদযাপিত এই রাস উৎসবে ধর্মীয় আলোচনা সহ প্রতিদিন সন্ধ্যায় সাতঘটিকা হইতে কীর্তন পাঠ করা হবে। আগামী ১৬ই নভেম্বর ২ ঘটিকা থেকে উপস্থিত সকল ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এসবের পাশাপাশি রাস উৎসবকে কেন্দ্র করে বিশাল মেলা ও মেলবন্ধনের আয়োজন করা হয়েছে।
এদিকে শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাধামের আয়োজিত মহা রাস উৎসব অনুষ্ঠানে সারা ত্রিপুরা রাজ্যের দলমত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দের উপস্থিতি দ্বারা সর্বাঙ্গীণ সহযোগিতা এবং উৎসবের শ্রীবৃদ্ধি কামনার স্বার্থে সকলকে আহ্বান জানিয়েছেন সেবাশ্রমের রাস কমিটির সেক্রেটারি এবং সভাপতি।