সিওল, ৯ নভেম্বর (হি.স.) : শনিবার কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষদের একক সেমিফাইনালে ভারতের কিরণ জর্জ শীর্ষ বাছাই থাইল্যান্ডের কুনলাভুত ভিটিদসর্নের কাছে পরাজিত হয়েছেন। ২৪ বছর বয়সী ভারতীয় শাটলার ৫৩ মিনিটে ১২-২১, ২০-২২ গেমে হেরে যান।
এর আগে, বিশ্বের ৪৪ নম্বরে থাকা জর্জ কোয়ার্টার ফাইনালে জাপানের পঞ্চম বাছাই তাকুমা ওবায়াশির বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়ে ছিলেন। জর্জ ২১-১৪, ২১-১৬-এ জয়লাভ করে সেমিফাইনালে পৌঁছান। জর্জই ছিলেন একমাত্র ভারতীয় খেলোয়াড় যিনি সেমিফাইনালে পৌঁছেছিলেন।