আগরতলা, ৭ নভেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে চড়িলাম পুরানবাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে লরি। অল্পতে রক্ষা পেলে গোটা এলাকাবাসী।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে টিআর০১এন১৭১৭ নম্বরের একটি লরি বিশালগড়ের দিকে আসার পথে দ্রুত গতিতে থাকাই নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পড়ে। ওই লরিটি চড়িলাম পুরান বাড়ি এলাকায় একটি যাত্রী বিশ্রামাগার ভেঙ্গে পুরান বাড়ি নেতাজি সংঘ ক্লাবের বাউন্ডারি ভেঙ্গে একটি ব্যাডমিন্টন স্পোর্টস কমপ্লেক্সের সামনে গিয়ে দুর্ঘটনা কবলে পড়ে। বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন গ্রামের মানুষ। তাঁরা লরির চালক মন্টু সরকারকে উত্তম মাধ্যম দেয়। যদি দিনের বেলায় এই ঘটনা ঘটতো তাহলে বেশ কয়েকজন লোকের মৃত্যু হতো বলে অভিমত এলাকার মানুষের।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশ্রামগঞ্জ থানার বিশালগড় থানার পুলিশ।কারণ লরিটি উদয়পুর থেকে আসার সময় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ছেচুড়িমাই এলাকায় ও একটি গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে আসার পথে এই দুর্ঘটনাটি ঘটে। তবে ঘটনার সময়ে চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলো বলে জানাযায়। নেশাগ্রস্ত অবস্থায় দ্রুত গতিতে লরি চালাতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে ।