এনআরসি, মাদকের বিরুদ্ধে চলমান যুদ্ধের সঙ্গে কোনও আপস নয়, হুংকার মুখ্যমন্ত্রী বীরেনের

ইমফল, ৬ নভেম্বর (হি.স.) : এনআরসি, মাদকের বিরুদ্ধে চলমান যুদ্ধনীতির সঙ্গে কোনও আপস করা হবে না, হুংকার দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং।

থাডু কনভেনশনে গৃহীত রেজোলিউশনে ‘ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস’ (এনআরসি) এবং রাজ্যে ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ প্রচারাভিযানে সমর্থন জানানো হয়েছে। আজ বুধবার এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং থাডউ কনভেনশনে গৃহীত রেজোলিউশনে সন্তোষ প্রকাশ করে বলেছেন, তাঁর সরকার এনআরসি এবং রাজ্যে চলমান মাদকের বিরুদ্ধে যুদ্ধের সঙ্গে কোনও আপস করবে না। মণিপুরে অস্থিরতার শিকড় মাদক ও অনুপ্রবেশকারী। তিনি জোরের সঙ্গে বলেন, বহিরাগতদের স্থান দিয়ে কোথাও কোনও দিন শান্তি আসেনি, মণিপুরেও আসবে না। তাই তাঁর সরকার এই দুয়ের বিরুদ্ধে সংগ্ৰাম চালিয়ে যাবে।

আজ ইমফলে প্রফেশনাল কোর্সে প্রবেশিকা পরীক্ষার জন্য মুখ্যমন্ত্রীর কোচিং স্কিম চালু করেছেন মুখ্যমন্ত্রী বীরেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিতে মুখ্যমন্ত্রী সিং বলেন, ‘শান্তি অবশ্যই আসবে। থাডু রাজ্যের প্রাচীনতম উপজাতিগুলির মধ্যে একটি।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের অবশ্যই আদিবাসী সম্প্রদায়ের স্বাতন্ত্র্য এবং পুরনো বসতি স্থাপনকারীদের অধিকার রক্ষা করতে হবে। এই উদ্দেশ্যে আমরা অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা ভারতীয়।’

অতি সম্প্রতি থাডু জনগোষ্ঠীয় একটি কনভেনশন অনুষ্ঠিত হয়েছে অসমের রাজধানী গুয়াহাটিতে। থাডু জনগোষ্ঠীকে কুকি উপজাতিভুক্ত বলে অনকের একটি ভ্রান্ত ধারণা আছে। কিন্তু তা নয়। থাডু একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী, যাঁদের নিজস্ব স্বতন্ত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং মহান ইতিহাস রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *