আগরতলা, ৬ নভেম্বর : বুধবার রাজধানী আগরতলায় প্যারাডাইস চৌমুহনীতে বিভিন্ন দাবি নিয়ে গণমঞ্চের আয়োজন করা হয়েছে। রাজ্যের বর্তমান পরিস্থিতি কে তুলে ধরা এবং এই অবস্থার উন্নতির দাবিতে এই গণমঞ্চে গণঅবস্থানের ডাক দেওয়া হয়েছে।
গণঅবস্থানে বর্তমান শাসক জোটকে কটাক্ষ করে জনবিরোধী সরকার হিসেবে আখ্যা দেওয়া হয়। পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরোধিতা করার আহ্বান জানানো হয়।
প্যারাডাইস চৌমুহনীতে চাকরির শূন্যপদ পূরনসহ ব্যাপক কর্মসংস্থান, বন্যায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণসহ সুষ্ঠু পুনর্বাসন, ওবিসি সংরক্ষন, সাম্প্রদায়িক ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা করা, আইনশৃঙ্খলা স্বাভাবিক করা সহ আরো বেশ কিছু দাবি নিয়ে তিন ঘন্টার গণ অবস্থানে বসেছে গণমঞ্চ। সরকারকে তাদের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পালনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কোথাও এই গণমঞ্চে উল্লেখ করা হয়েছে।