আগরতলা, ৫ নভেম্বর : কুড়ি বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে দুই ভাইকে পকসো আইনে কুড়ি বছরের সশ্রম কারাদন্ডের রায় দিয়েছে উত্তর জেলার জেলা ও দায়রা আদালত।
ওই মামলায় জনৈক পিপি জানিয়েছেন, ২০২২ সালের ফেব্রুয়ারী মাসে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক নাবালিকা প্রশান্ত নাথ বাড়িতে জল খেতে গিয়েছিল। পরবর্তী সময়ে তাকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ওই ঘটনাটি চোখে দেখেছিলেন আসামির ছোট ভাই পাপ্পু দেবনাথ। পরবর্তী সময়ে ব্ল্যাকমেইল করে পাপ্পু দেবনাথ অনেকবার ধর্ষণ করেন। ধর্ষিতা নাবালিকা বিষয়টি তার বাবা-মাকে জানিয়েছিল। পরবর্তী সময়ে নাবালিকার পরিবারের পক্ষ থেকে ধর্মনগর মহিলা থানায় দুই ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল এবং ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছিল। মামলার তদন্ত সমাপ্ত করে তাদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ৩৭৬(২) এবং পকসো আইনের ৬ ধারায় আদালতে চার্জশিট জমা দিয়েছিলেন তদন্তকারী মহিলা এসআই উষা রানী দেবনাথ।
স্পেশাল পিপি জানান, শুনানি শেষে আজ আদালত নাবালিকা ধর্ষণে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছে এবং ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছে। অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাবাসের সাজা শুনিয়েছেন বিচারক। তাছাড়া, ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ৫০৬ ধারায় এক বছরের জেল এবং ১ হাজার টাকা জরিমানার রায় দিয়েছে। অনাদায়ে অতিরিক্ত এক মাসের কারাবাসের সাজা শুনিয়েছেন বিচারক। পাশাপাশি, পকসো আইনের ৬ ধারায় ২০ বছরের সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানার রায় দিয়েছে। অনাদায়ে অতিরিক্ত আট মাসের কারাবাসের সাজা শুনিয়েছেন বিচারক।