আগরতলা, ৫ নভেম্বর: রাজ্যের কর্মরত সাংবাদিকরা ও তাদের পরিবারের সদস্য সদস্যারা বিভিন্ন সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। আজ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নিকট সাংবাদিকদের বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানানো হয়েছে।
এদিনের চিঠিতে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার লিখেন, রাজ্যের কর্মরত সাংবাদিকরা ও তাদের পরিবারের সদস্য সদস্যারা বিভিন্ন সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাদের চিকিৎসার জন্য রাজ্যের প্রধান হাসপাতাল জিবি হাসপাতালে আসতে হয়। অনেক সময় দেখা যায় তারা চিকিৎসা পরিষেবা নেবার জন্য শয্যা পান না। অনেককে মাটিতেও শুয়ে থাকতে হয়। এরকম অবস্থায় যদি ন্যূনতম একটা কেবিন সাংবাদিক ও তাদের পরিবারের জন্য বরাদ্দ রাখা হয় তাহলে সাংবাদিকরা বিশেষভাবে উপকৃত হবেন।
তিনি আরও একটি বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সম্প্রতি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী আয়ুষ্মান যোজনা চালু করেছে। যা সাংবাদিকদের জন্যও কার্যকর। কিন্তু দেখা গেছে আইএলএস হাসপাতালে গেলে এই কার্ডকে তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না। এ বিষয়টিও মুখ্যমন্ত্রী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি বিশ্বাস করেন। বিশেষ করে আয়ুষ্মান প্রকল্পে যাতে আইএলএস হাসপাতালে সাংবাদিকরা বিনামূল্যে চিকিৎসা করতে পারে তার ব্যবস্থা করে দেবেন।