BRAKING NEWS

পেইড পার্কিং নিয়ে বিক্ষোভ অটো চালকদের, দুর্ভোগের শিকার যাত্রীরা

বিলোনিয়া, ৫ নভেম্বর: সোমবার থেকে বিলোনিয়া রেল স্টেশনে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে। আজও পরিস্থিতি একই ছিল। রেল স্টেশনে পেইড পার্কিং নিয়ে অটোচালকদের বিক্ষোভ এবং অটো চলাচলে অচল অবস্থার সৃষ্টি হয়, আর এতেই যাত্রী দুর্ভোগ চরমে উঠে। অটোচালকদের অভিযোগ আজ হঠাৎ আরপিএফ এসে বিলোনিয়া রেলস্টেশনে অটোচালকদের উপর অতর্কিত হামলা চালায় এবং বলার অযোগ্য ভাষায় গালিগালাজ করে।

এছাড়াও অটোতে লাঠি দিয়ে বাড়ি দেওয়া ছাড়াও অটোচালকদের জোরপূর্বক রেল স্টেশন থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। তাদের বক্তব্য গরিব অটোচালকরা প্রতিদিন কি করে পার্কিংয়ের টাকা দেবে এমনিতেই অটো চালিয়ে তাদের সংসার জীবন প্রতিপালন করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই ক্ষেত্রে আবার পার্কিংয়ের টাকা তাই অটো চালকরা টাকা দিতে রাজি নেই। এদিকে বরাত পাওয়া ঠিকেদার আশীষ ভৌমিক ও রঞ্জিত ভৌমিক এর কাছ থেকে জানা যায় আজ থেকে প্রায় তিন মাস আগে রেল কর্তৃপক্ষ বিলোনিয়া রেলস্টেশনে পার্কিং নিয়ে টেন্ডার আহ্বান করে। আর এতে অংশ নিয়ে তারা সেই টেন্ডার পায়। 

দীর্ঘদিন বন্যা এবং পূজার কারণে তারা কাজ শুরু না করলেও ইতিমধ্যে তারা কাজ শুরু করেছে। তবে দফায় দফায় এই বিষয়ে অটোচালকদের সাথে কথাবার্তা হলেও তারা মানতে নারাজ। ১২ ঘন্টায় দশ টাকা পার্কিংয়ের জন্য চার্জ দিতে রাজি নেই অটোচালকরা। যদিও অটো চালকদের দাবি অন্যরকম দুই পক্ষের বক্তব্যের মধ্যেই বাঁধে বিপত্তি সোমবার বেলা দুটো থেকে এই অচল অবস্থা সৃষ্টি হয়। এখন দেখার বিষয় কখন এই অচলাবস্থা কেটে স্বাচ্ছন্দে যাত্রী সাধারণ চলাচল করতে পারে।

পেইড পার্কিং জোন নিয়ে বিলোনিয়া রেল স্টেশনে অটোচালকদের এখনো অচলাবস্থা কাটেনি। আজ সকাল থেকে ট্রেন যাত্রীরা অনেক কষ্টে রেলস্টেশনে পায়ে হেঁটে পৌঁছলেও অনেকে পৌঁছাতে পারেনি যথাসময়ে। অপরদিকে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে তাদের কেউ পায়ে হেঁটে গন্তব্যস্থল এর উদ্দেশ্যে যেতে হয়েছে। আর এই নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

যদিও বিলোনিয়া থানার উদ্যোগে মঙ্গলবার সাড়ে বারোটা নাগাদ অটোচালক এবং রেল কর্তৃপক্ষকে পক্ষকে নিয়ে সমাধান সূত্র বের করার জন্য বৈঠকে বসার কথা থাকলেও রেল কর্তৃপক্ষের কেউ উপস্থিত না থাকায় বৈঠক আপাতত হয়নি,এখন দেখার বিষয় এই অচল অবস্থা নিরসনে কি সমাধান সূত্রে বের হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *