BRAKING NEWS

গাড়ি চালনার প্রশিক্ষণ পেলেন ৩৮ জন মহিলা, রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু তাঁদের হাতে শংসাপত্র তুলে দিলেন

আগরতলা, ৫ নভেম্বর : রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের গাড়ি চালনা প্রশিক্ষণ কেন্দ্র ইনস্টিটিউট অফ ড্রাইভিং ট্রেনিং এন্ড রিসার্চ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ৩৮ জন মহিলার হাতে আজ ড্রাইভিং সার্টিফিকেট বা শংসাপত্র তুলে দিয়েছেন।এই সফলভাবে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের হাতে ড্রাইভিং সার্টিফিকেট প্রদান উপলক্ষে জিরানিয়ায় ইনস্টিটিউট অফ ড্রাইভিং ট্রেনিং এন্ড রিসার্চ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়| এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধকের ভাষণে রাজ্যপাল শ্রী ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এই উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, এই ধরনের প্রশিক্ষণ শুধু দক্ষতা বিকাশই নয় মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে সহায়ক হবে। রাজ্যপাল বলেন, এই উদ্যোগ মহিলা ক্ষমতায়নেরও দিকেও এক চালিকাশক্তি।তিনি বলেন, এই ধরনের প্রশিক্ষণ সামাজিক দিক দিয়ে এক নতুন অধ্যায়েরও সূচনা করবে। তিনি তাদের সরকারী দপ্তরে নিয়োগ করার সুযোগকে কাজে লাগাতে বলেন। প্রশিক্ষণপ্রাপ্তদের শিক্ষা দপ্তরে ছাত্র ছাত্রীদের জন্য নিয়োজিত করার প্রস্তাব করেন রাজ্যপাল। তিনি বলেন, গাড়ি চালকদের কাজ সম্নানজনক ভাবে দেখতে হবে।তিনি বলেন, সারা বিশ্বেই গাড়ি চালকদের অভাব রয়েছে। গাড়ি চালনার নিয়মবিধি মেনে গাড়ি চালনার উপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ও রাজ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা সরকার মহিলা ক্ষমতায়নের যে কথা,বলেন, মহিলাদের গাড়ি চালনার প্রশিক্ষণ মহিলা ক্ষমতায়নের এক উদাহরণ। তিনি বলেন, মহিলাদের ক্ষমতায়ন ছাড়া সমাজের অগ্রগতি সম্ভব নয়। ত্রিপুরা সরকার গত বছর এপ্রিল মাসে ১৪ কোটি টাকা ব্যয়ে এই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে। ইতিপূর্বে, এই কেন্দ্র থেকে তিনটি ব্যচ প্রশিক্ষণ নিয়ে বেরিয়েছে বলে তিনি জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবহন সচিব সি কে জমাতিয়া, অতিরিক্ত সচিব ও পরিবহন কমিশনার সুব্রত চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *