নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): সঙ্গীতশিল্পী ভূপেন হাজরিকার প্রয়াণদিবসে তাঁকে স্মরণ করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার অমিতবাবু এক্সবার্তায় লিখেছেন, “ব্রহ্মপুত্রের কবি ডক্টর ভূপেন হাজরিকা জি-কে তাঁর পুণ্যতিথিতে স্মরণ করছি। তাঁর সঙ্গীতের মাধ্যমে আমাদের সংস্কৃতি ও ভাষার মহিমা প্রকাশ করে ভারতের ঐক্যকে শক্তিশালী করতে অবদান রেখেছিলেন তিনি। ভারতরত্ন ডঃ হাজরিকা জি-এর উত্তরাধিকার প্রজন্মের পর প্রজন্মের সঙ্গীতজ্ঞদের অনুপ্রাণিত করবে।”
প্রসঙ্গত, ভূপেন হাজরিকা (৮ সেপ্টেম্বর ১৯২৬ – ৫ নভেম্বর ২০১১) ছিলেন স্বনামধন্য কন্ঠশিল্পী ও ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম পুরোধা। এই কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পীর জন্ম অসমে। পরবর্তীকালে বাংলা ও হিন্দি ভাষায় গান গেয়ে ভারত এবং বাংলাদেশে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেন। অল্প সময়ের জন্যে তিনি বিজেপি বা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন। ২০০৬ সালে বিবিসি বাংলার শ্রোতা সমীক্ষায় তাঁর ‘মানুষ মানুষের জন্যে’ গানটি সর্বকালের শ্রেষ্ঠ কুড়িটি বাংলা গানের তালিকায় দ্বিতীয় স্থান লাভ করে।