মেলবোর্ন, ৪ নভেম্বর(হি.স.) : তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সোমবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২ উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া । ২০৪ রান তাড়া করতে নেমে ৩৩.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ৩১ বলে ৩২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অপরাজিত ছিলেন কামিন্স। পাকিস্তানের পক্ষে হারিস রউফ ৩ আর শাহিন শাহ আফ্রিদি ২ উইকেট নেন।
টস হেরে ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে ২০৩ রানে অলআউট হয় পাকিস্তান। উল্লেখযোগ্য ইনিংস বলতে বাবার আজমের ৩৭ আর রিজওয়ানের করা ৪৪ রান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি ছিল বোলার নাসিমের। শেষদিকে ৩৯ বলে ৪ ছক্কা ও ১ চারের মারে তিনি ৪০ রান না করলে দল ২০০ রান পার করতে পারতো না।
রান তাড়ায় নেমে স্বাগতিকরা ৫ উইকেট হারিয়ে করে ২০৪ রান। অস্ট্রেলিয়ার হয়ে উল্লেখযোগ্য রান করেন স্মিথ ৪৬ বলে ৬ চারের মারে ৪৪ রান করে আউট হন। ৪২ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৯ রান করে আউট হন ইংলিস। আর ৩১ বলে ৩২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অপরাজিত ছিলেন কামিন্স।
অজিদের হয়ে ৩৩ রান খরচায় ৩ উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। ২টি করে উইকেট নেন প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা।