নির্মাণ সামগ্রী চুরি করতে গিয়ে হাতেনাতে আটক চোর

আগরতলা, ১ নভেম্বর: নির্মাণ কাজের সামগ্রী চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল কুখ্যাত চোর। পরবর্তী সময়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দীর্ঘদিন যাবৎ সাব্রুম মহকুমা শাসক অফিসের নতুন পাকা ভবনের নির্মাণ কাজের সামগ্রী চুরি হচ্ছিল। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ নির্মাণ সামগ্রী চুরি করতে গিয়ে বেসরকারি নিরাপত্তাকর্মীদের হাতে এক যুবককে আটক করা হয়েছে। ধৃত বিবেকানন্দ পল্লীর বাসিন্দা সুকান্ত দাস। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।