কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): কালীপুজোর আয়োজনে ব্যস্ত বাংলা। নির্ঘণ্ট মেনে বাংলার বিভিন্ন প্রান্তে এই পুজো সম্পন্ন হচ্ছে। প্রত্যেক বছরের মতোই এ বছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে কালীপুজো করছেন। সেখানে দিনভর ছিল চূড়ান্ত ব্যস্ততা৷
এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো ৪৭ তম বর্ষে পড়েছে। ১৯৭৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রী দেবীর হাতে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যে পুজো শুরু হয়েছিল সেই পরম্পরা এখনও চলছে। প্রতিবারের মতোই ধুমধাম করে নিজের বাড়িতে কালীপুজোর আয়োজন করেন মুখ্যমন্ত্রী।
আর পাঁচটা দিন রাজ্যের প্রশাসনিক প্রধানের যে ছবি দেখা যায়, এদিন কিন্তু কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাড়ির ছবিটা থাকে একদম আলাদা। পুজোর আয়োজন থেকে ভোগ রান্না – সবই নিজের হাতে করেন মুখ্যমন্ত্রী।
প্রত্যেক বছর স্বয়ং মুখ্যমন্ত্রী নিজের বাড়ির পুজোর তদারকি করেন। ভোগ রাঁধেন। সাজিয়ে তোলেন মা কালীকে। এবছরও তার ব্যাতিক্রম নয়। বাড়ির ছোট্ট মণ্ডপে এবছরও ব্যস্ত ছিলেন তিনি। বাড়ির সামনে লেখা রয়েছে ‘শুভ দীপাবলি’। মুখ্যমন্ত্রীর নিজের হাতে আঁকা ছবিও দেখা গেল সেখানে।
কালীঘাটের বাড়িতে আগেভাগেই পৌঁছোন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন মমতা। থালায় প্রদীপ সাজান। প্রথা মেনেই সন্ধের পর থেকে শুরু হয়ে যায় ভোগ রান্নার আয়োজন। একে একে আসেন আমন্ত্রিত অনেকেই।