ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেটে টিম-এ চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স খেতাব পেয়েছে টিম-সি। বিসিসিআই আয়োজিত মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি টোয়েন্টি চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেটের ফাইনালে আজ, বুধবার টিম-এ অর্থাৎ নিকি প্রসাদের নেতৃত্বাধীন দল ২৪ রানের ব্যবধানে টিম-সি অর্থাৎ সানিকা চালকে-র দলকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে। বিজিত টিম-সি পেয়েছে রানার্স খেতাব। রায়পুরে শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে বেলা দেড়টায় ম্যাচ শুরুতে টস জিতে টিম-এ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং সীমিত ২০ ওভারে তিন উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে টিম-সি ৮ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করতেই সীমিত ২০ ওভার ফুরিয়ে যায়। বিজয়ী দলের দলনেত্রী তথা অলরাউন্ডার নিকি প্রসাদ ফাইনাল ম্যাচে এবং পুরো সিরিজে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। উল্লেখ্য, তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে টিম-বি ৭ উইকেটের ব্যবধানে টিম-ডি কে পরাজিত করেছে। একই স্টেডিয়ামে সকাল ৯ টায় ম্যাচ শুরুতে টস জিতে টিম-ডি অর্থাৎ মিথুলা বিনোদের নেতৃত্বাধীন দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে। পাল্টা ব্যাট করতে নেমে টিম-বি অর্থাৎ তৃষা-র নেতৃত্বাধীন দল ১৭.৪ ওভার খেলে তিন উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের দলনেত্রী তৃষা দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পায়।