কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): ‘দ্রোহ’-র কার্নিভালের দিন আটক করে হেনস্থার অভিযোগ এনেছিলেন কলকাতা পুরসভার চিকিৎসক তপোব্রত রায়। মঙ্গলবার তাঁর মামলা গ্রহণ করে তদন্তে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট।
বিচারের দাবিতে সরব হওয়ায় ওই চিকিৎসককে আটক করে হেনস্থার অভিযোগ উঠেছিল। গত ১৫ অক্টোবর রেড রোডের রাজ্য সরকার আয়োজিত পুজো কার্নিভালের মেডিক্যাল ক্যাম্পে ডিউটিতে ছিলেন তপোব্রত। প্রতীকী অনশনকারীর ব্যাজ পরায় কর্তব্যরত সরকারি চিকিৎসককে আটক করার অভিযোগে ওঠে ময়দান থানার পুলিশের বিরুদ্ধে। ৪ ঘণ্টা পর তাঁকে ছাড়ে পুলিশ।
প্রতিবাদে গত ১৮ অক্টোবর একদিনের প্রতীকী অনশন করেন কলকাতা পুরসভার চিকিৎসকরা। পুলিশের আটকের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন তপোব্রত। আর এবার চিকিৎসক তপোব্রত রায়ের বিরুদ্ধে পুলিশি তদন্তে আপাতত স্থগিতাদেশ দিল হাইকোর্ট।
মঙ্গলবার এই শুনানিতেই বিচারপতি শম্পা দত্ত পাল প্রশ্ন করেন, তাঁকে গ্রেফতার করেও, ফের ছেড়ে দেওয়া হয়েছিল কেন? রাজ্য সরকারকে এবিষয়ে হলফনামা পেশ করতে নির্দেশ দেন বিচারপতি।