BRAKING NEWS

টি সি এ-র বার্ষিক সাধারণ সভায় গুরুত্বপূর্ণ গঠনমূলক সিদ্ধান্ত গৃহীত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় শুরু করা হবে। টিআইটি স্টেডিয়ামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন অচিরেই সার্থক হবে। ‌এর জন্য বিশেষ করে পুরানো চুক্তি অনুযায়ী যিনি এই কাজের দায়িত্বে রয়েছেন, উনাকে আইনসম্মত উপায়ে সরিয়ে দেওয়া হবে। পরবর্তী সময়ে নতুনভাবে টেন্ডার ডাকার মধ্য দিয়ে অবশিষ্ট কাজ সম্পন্ন করে, প্রস্তাবিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ক্রিকেটপ্রেমীদের হাতে তুলে দেওয়া হবে। আজ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ে সর্বসম্মতিক্রমে গঠনমূলক সিদ্ধান্ত গৃহীত হয়। তৃণমূল স্তর থেকে ক্রিকেটার তুলে আনার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি রূপায়ণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যন্ত এলাকা বা অঞ্চলে সুপ্ত প্রতিভাগুলোকে খুঁজে বের করে কোচের মাধ্যমে ক্রিকেট প্রশিক্ষণের ব্যবস্থা করলে আগামী দিনে প্রচুর ক্রিকেটার বেরিয়ে আসবে এবং তাদের থেকে প্রতিভা অন্বেষণের মাধ্যমে সুগঠিত রাজ্য দল গঠন করা যাবে বলে আলোচনায় উঠে আসে। এছাড়া, সব কটি সাব ডিভিশনে ক্রিকেট খেলার উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় হোস্টেল, মাঠ ইত্যাদির বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *