ওয়েলিংটন, ২৯ অক্টোবর (হি.স.) : দীর্ঘ ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজ নিউজিল্যান্ড এগিয়ে গেছে ২-০ তে। দুটি টেস্টেই খেলেননি নিউজিল্যান্ড প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামস। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্ট খেলতে পারেননি কেন উইলিয়ামসন। এই মঙ্গলবার নিউজিল্যান্ডের প্রধান কোচ ও নির্বাচক কমিটির সদস্য গ্যারি স্টেড নিশ্চিত করেছেন তৃতীয় টেস্টেও তাকে পাচ্ছে না কিউইরা।
স্টেড বলেছেন, “কেনের উন্নতির ভাল লক্ষণ দেখা যাচ্ছে। তবে কেন আমাদের সঙ্গে যোগ দেওয়ার অবস্থায় নেই এখনও। তার অবস্থা যদিও আশাপ্রদ, তবে আমাদের মনে হয়েছে নিউজিল্যান্ডেই থেকে পুনবার্সনের শেষ ধাপটা পুরোপুরি মনোযোগ দিলে ভালো হয়। কেন যেন ইংল্যান্ড সিরিজের জন্য ভালো হয়ে উঠতে পারে।”