BRAKING NEWS

শাহর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ, নির্বাচন কমিশনে চিঠি তৃণমূলের

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): রবিবার অক্টোবর বনগাঁর পেট্রাপোল সীমান্তে ‘মৈত্রী দ্বার’ উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে তিনি ২০২৬-এ বঙ্গে বিধানসভা নির্বাচনে প্রচার সেরেছেন। তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে মঙ্গলবার কমিশনে চিঠি দিল তৃণমূল। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি কমিশনকে লেখা চিঠিতে অমিত শাহকে শোকজ নোটিস পাঠানোর আবেদন জানিয়েছেন।

আগামী ১৩ তারিখ রাজ্যের ছয় কেন্দ্রে উপনির্বাচন। সপ্তাহ দুয়েক আগে তার দিনক্ষণ ঘোষণা হয়েছে। আর তার পর থেকে লাগু হয়ে গিয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি। তারই মাঝে রাজ্যে এসে সরকারি কর্মসূচিতে অংশ নিয়েছেন অমিত শাহ। পেট্রাপোল সীমান্তে গিয়ে ভারত-বাংলাদেশের যাত্রীদের জন্য অত্যাধুনিক টার্মিনাল ‘মৈত্রী দ্বার’ উদ্বোধন করেছেন।

সেখানে পরিবর্তনের ডাক দিয়ে সমাবেশে অমিত শাহর বক্তব্য ছিল, “বাংলায় অশান্তির মূলে রয়েছে অনুপ্রবেশ। তা বন্ধ হলে বাংলায় শান্তি ফিরবে। ২০২৬ সালে বাংলায় পরিবর্তন আনুন। অনুপ্রবেশ রুখবে বিজেপি।” এটিকে একপ্রস্ত নির্বাচনী প্রচার বলে দাবি তুলেছে রাজ্যের শাসক দল। দাবি তোলা হয়েছে সরকারি সুযোগ-সুবিধাও নেওয়ার।  আর এনিয়েই অভিযোগ তৃণমূলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *