কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): বর্ষীয়ান সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির মতো স্পর্শকাতর অভিযোগের রাজনৈতিক সদ্ব্যবহার করতে চাইছে তৃণমূল। একধাপ এগিয়ে এই বিষয়ে পথে নামছে শাসক শিবির।
সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে বরানগরের তারকা তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোপাল লাল ঠাকুর রোডের প্রধান দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল হবে।
প্রসঙ্গত, ফেসবুক লাইভে তরুণী সাংবাদিকের অভিযোগ শুনেই দল ব্যবস্থা নিয়েছে। তড়িঘড়ি সাসপন্ড করা হয়েছে প্রাক্তন বিধায়ককে। তদন্তপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি সাসপেনশনে থাকবেন বলে দল সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, শ্লীলতাহানি ইস্যুতে সিপিএম নেতাকে সোমবার একপ্রস্ত জিজ্ঞাসাবাদ করেছিল বরানগর থানার পুলিশ। বুধবার ফের তাকে তলব করা হয়েছে।