নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ অক্টোবর: বিলোনীয়া থানাধীন ভারত চন্দ্র নগর ব্লক এলাকায় উত্তরোত্তর চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনগণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পূর্ব কলাবাড়িয়া পঞ্চায়েতে গত ২২ অক্টোবর একই রাতে চার জায়গায় চুরির ঘটনা ঘটে। সাতদিনের মাথায় গত সোমবার রাতে মাইছড়া মনচন্দ্র পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরির ঘটনা ঘটে।
খবর পেয়ে ছুটে আসে বিলোনীয়া থানার পুলিশ।
সোমবার রাতে মাইছড়া মনচন্দ্রপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের দুটি তালা ভেঙ্গে রান্নাঘর থেকে একটি গ্যাস সিলিন্ডার নিয়ে যায়,মঙ্গলবার সকালে অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি সুমিত্রা ভৌমিক এবং সহকারী এসে সেন্টারের তালাভাঙ্গা দেখে খবর পাঠায় বিলোনীয়া থানায়। বিলোনীয়া থানা থেকে পুলিশ অফিসার সুকান্ত ত্রিপুরার নেতৃত্বে ছুটে আসে পুলিশ বাহিনী। এলাকাবাসি এবং মাইছড়া বাজারে ব্যবসায়ীদের সাথে চুরির বিষয়ে কথা বলে তদন্ত শুরু করেছেন।
মনচন্দ্র পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনি বলেন, প্রত্যেক দিন রান্নাবান্না শেষ হয়ে গেলে গ্যাস সিলিন্ডার পাশের ঘরে নিয়ে রাখা হয়। গত দূর্গাপূজার বন্ধে ও গোডাউনে সিলিন্ডার রাখা হয়েছিল। লক্ষ্মীপুজোর পরের দিন সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে দেখেন গোডাউনের তালা ভাঙ্গা। সেদিন চোরের দল গ্যাস সিলিন্ডারের সমস্ত গ্যাস ছেড়ে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পার্শ্ববর্তী বাড়ির লোকের শব্দ পেয়ে চোর পালিয়ে যায়।
গত রাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা ভেঙ্গে সিলিন্ডার নিয়ে যায় চোরের দল। এভাবে দিন দিন চোরের উপদ্রব বাড়তে থাকলে শিশুদের কি করে খাওয়ানো হবে তা নিয়ে বেশ চিন্তায় পড়েছেন। এভাবে ধারাবাহিকভাবে এলাকায় চুরির ঘটনা ঘটে চললেও পুলিশ প্রশাসনের চোরদের বিরুদ্ধে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার জনগণ।