আগরতলা, ২৯ অক্টোবর: নেশা মুক্তি কেন্দ্রের দ্বিতলের গ্লাস ভেঙে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়েছে দুই যুবক। আহতদের অভিযোগ, তাদেরকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছেন। বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, উদয়পুরের বাসিন্দা তাপস জমাতিয়া এবং সাগর দের্ববমা গত ১ মাস যাবৎ সিপাহীজলা জেলা শাসক ও পুলিশ সুপার অফিসের পাশে অবস্থিত নেশা মুক্তি কেন্দ্র থাকত। কিছুদিন পর পরিবারের সদস্যদের সাথে দেখা করার জন্য সময় দেওয়া হয়েছিল। কিন্তু আজ পরিবারের সদস্যরা খবর পায় তারা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন। তড়িঘড়ি পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে গিয়েছেন।
আহত তাপস জমাতিয়া বলেন, আজ সকালে সে ও সাগর দেবর্বমা বাথরুম পরিষ্কার করছিলেন। হঠাৎ পিছন দিক থেকে তাদের ধাক্কা মেরে দ্বিতলের গ্লাস ভেঙে রাস্তায় পড়ে যান। এলাকাবাসী ও পুলিশ তাদের উদ্ধার করে স্হানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আহতদের জিবি হাসপাতালে স্থানান্তর করেন।