নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): একদল শিল্পী মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওই শিল্পীদের দ্বারা তৈরি করা শিল্পকর্মের প্রদর্শনীও পরিদর্শন করেন রাষ্ট্রপতি। শিল্পকর্মের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, মানুষ ও প্রকৃতির চিরন্তন সম্পর্ক তাদের নৈপুণ্যে প্রতিফলিত হয়। তিনি এই শিল্পীদের প্রশংসা করেন এবং তাদের সৃজনশীল কাজগুলি কিনে উত্সাহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।আর্টিস্ট-ইন-রেসিডেন্সি উদ্যোগ শ্রীজন ২০২৪-এর অধীনে শিল্পীরা এই মাসের ২১ তারিখ থেকে রাষ্ট্রপতি ভবনে রয়েছেন। তাদের থাকার সময়, শিল্পীরা উপজাতীয় সমসাময়িক, সৌরা, গন্ড, ওয়ার্লি, আইপান এবং সোহরাইয়ের মতো শিল্পের রূপগুলিকে চিত্রিত করে প্রাকৃতিক রঙ দিয়ে সুন্দর চিত্রকর্ম তৈরি করেছেন।