কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): বিজেপি নেতা অর্জুন সিংহের বাড়িতে হামলা চালানোর ঘটনায় কেন্দ্রকে রিপোর্ট দেওয়া হয়েছে কি না, রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাই কোর্ট। মামলার পরবর্তী শুনানিতে রাজ্যকে এই বিষয়ে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি শম্পা দত্ত পালের অবকাশকালীন বেঞ্চ।
মঙ্গলবারের শুনানিতে অর্জুন সিংয়ের বাড়িতে বোমা ছোড়ার ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-কে দিয়ে তদন্তের আর্জি জানানো হয়। পুলিশ এই ঘটনায় বিস্ফোরক আইনে মামলা রুজু করেছে। অভিযোগ, ‘এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স’ আইন প্রয়োগ করা উচিত ছিল। কেন্দ্রের তরফে উচ্চ আদালতে জানানো হয়, রাজ্য কেন্দ্রকে ঘটনার কথা জানালে তার পর স্থির করা হয় এনআইএ তদন্ত হবে কি না।
বিচারপতি রাজ্যের কৌঁসুলির কাছে জানতে চান, এনআইএ আইনের ৬ নম্বর ধারা মেনে রাজ্য এই বোমা বিস্ফোরণের রিপোর্ট কেন্দ্রকে দিয়েছে কি না। তাঁর নির্দেশ, পরবর্তী শুনানিতে রাজ্য এই বিষয়ে আদালতকে রিপোর্ট জমা দেবে। অর্জুনবাবুর বাড়ি সংলগ্ন সব সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণেরও নির্দেশ দিয়েছে হাই কোর্ট। ছুটির পরে নিয়মিত বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হবে।