কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের সরকারি নানা হাসপাতালে নিরাপত্তা এজেন্সিকে বেআইনি ভাবে কাজের বরাত দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই বরাত বাতিল করে দিল কলকাতা হাই কোর্ট। ওই এজেন্সির নিরাপত্তা রক্ষীদের হাসপাতাল থেকে দ্রুত সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলির মুখ্য স্বাস্থ্য আধিকারিকদেরও।
এই সংক্রান্ত মামলায় মঙ্গলবার হাই কোর্ট জানায়, বিধি মেনে যে ওই সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়নি, তা প্রাথমিক ভাবে নিশ্চিত। হাই কোর্টের বিচারপতি শম্পা দত্ত পালের নির্দেশ, টেন্ডারে উত্তীর্ণ ব্যক্তিকে সরিয়ে অসফল ঠিকাদারদের কাজ দেওয়ার নির্দেশ এখনই বাতিল করতে হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের।
প্রসঙ্গত, দুই মেদিনীপুরের সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা সংক্রান্ত কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল একটি সংস্থাকে। অভিযোগ, বেআইনিভাবে ওই সংস্থাকে কাজের বরাত পাইয়ে দেওয়া হয়। প্রকৃত পদ্ধতি মেনে টেন্ডার ডেকে যে সংস্থা কাজের বরাত পেয়েছিল, তাদের তা দেওয়া হয়নি।