আগরতলা, ২৯ অক্টোবর : রাজধানী আগরতলায় উজান অভয়নগর কাটাখাল এলাকার খাল থেকে উদ্ধার সদ্যজাত শিশু কন্যার মৃতদেহ। ঘটনাকে ঘিরে একালায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।
ঘটনার বিবরণে জানা যায়, আজ সকাল ৭ টা নাগাদ এলাকার বাসিন্দা জনৈক মহিলা মৃতদেহ দেখতে পান। কিন্তু তিনি ভেবেছিলেন এটা কোনো পুতুল ভেসে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শী সেই মহিলা জানান, তাদের বাড়িতেও এমন একটি পুতুল আছে, তাই তিনি ভেবেছিলেন এটা এমনই কোনো পুতুল হবে। ফলে তিনি এ নিয়ে না ভেবে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিছু সময় পরে সেদিকে লক্ষ্য করে দেখেন পুতুলটি ভেসে অনেকটা সরে এসেছে এবং পূর্বের তুলনায় এর রং লাল হয়ে গেছে। বিষয়টা সন্দেহজনক মনে হলে তিনি আশেপাশের লোকজনকে ডাকেন।
এলাকার জনগণ এসে মৃতদেহ দেখার পর পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছে। সংশ্লিষ্টদের সাথে কথা বলে শিশুটির সম্পর্কে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি। এই বিষয়ে তদন্ত করছে পুলিশ।