কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): তৃণমূল আমলে হরেক দুর্নীতির অভিযোগ ও তদন্ত সময়বিশেষে লাগাতার খবর হয়েছে। আবার সময়ের প্রলেপে সে সব ঢাকাও পড়ে গিয়েছে। সে সব ভুলে না যাওয়ার বার্তা দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
মঙ্গলবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “যেন ভুলে না যাই! শিক্ষাক্ষেত্রে চাকরি চুরি ! পুর-নিয়োগে চাকরি চুরি ! কয়লা চুরি ! গরু চুরি ! রেশন চুরি ! চাষের জমি চুরি ! পিঠে বানানোর ছলে হিন্দু মহিলাদের ইজ্জত চুরি ! বালি চুরি ! পাথর চুরি ! পায়খানা চুরি ! ত্রিপল চুরি ! সাইকেল চুরি ! হাসপাতালের ওষুধ চুরি ! মৃতদেহ চুরি !
এর উপর আছে উন্মত্ত সংখ্যালঘু তোষণ। আর রাজ্যে শিল্প আনা ইত্যাদির কথা নাই বা বললাম। এখন বসে আছি সৌরভের গ্রিলের কারখানা কবে চালু হবে, যার জন্য মাননীয়াকে স্পেন পর্যন্ত যেতে হয়েছিল!“