BRAKING NEWS

হেপাটাইটিস বি প্রতিরোধে সাফল্য, বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): হেপাটাইটিস বি প্রতিরোধে সাফল্যর জন্য বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার তিনি জানিয়েছেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আপনাদের জানাতে  চাই যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ হেপাটাইটিস বি প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। একটি সাম্প্রতিক জাতীয় সমীক্ষায় এটা উল্লেখযোগ্যভাবে ধরা পড়েছে।

২০২২ সাল থেকে রাজ্য সরকার প্রসূতি  মা ও সদ্যোজাতদের মধ্যে হেপাটাইটিস বি প্রতিরোধে  বিপুলভাবে  টীকাকরণ কর্মসূচি গ্রহণ করেছে।

সম্প্রতি ভারতবর্ষে প্রথমবার National Viral Hepatitis  Control  Programme  আমাদের রাজ্যে ৫ বছরের নীচের শিশুদের মধ্যে হেপাটাইটিস বি এর সংক্রমণ পরিসংখ্যান  জানার জন্য বিশদ সমীক্ষা করে। দেখা গেছে, এই সমীক্ষায় পশ্চিমবঙ্গের ফল খুব ভালো।

হেপাটাইটিস বি নিয়ন্ত্রণের এর বৈধতার মানদণ্ড হল ডব্লুএইচও দ্বারা নির্ধারিত ০.১% এর কম/ সম  সংক্রমনের ব্যাপকতার হার। সাম্প্রতিক জাতীয় সমীক্ষায় দেখা যায় পশ্চিমবঙ্গে সংক্রমণের ব্যাপকতার হার ০.০৭%, যা রাজ্যের হেপাটাইটিস বি প্রতিরোধে দৃঢ় পদক্ষেপের সার্থকতা ইঙ্গিত করে। প্রত্যাশিত মাত্রার চেয়ে আমাদের সাফল্য বেশি ভালো। আগামী দিনে এই কর্মসূচি আরও দৃঢ়ভাবে পালন করা হবে। যাতে রাজ্যে এর প্রাদুর্ভাব নির্মূল হয়। আমি এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *