প্যারিস, ২৯ অক্টোবর (হি.স): লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পরবর্তী যুগে কে পেতে চলেছেন বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর এ নিয়ে আলোচনা-গুঞ্জন চলছিল। অবশেষে সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল সোমবার রাতে।
আর ৬৪ বছর পর কোনও স্প্যানিশের হাতে উঠল ব্যালন ডি’অর। আর ম্যানচেস্টার সিটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন রদ্রি। প্যারিসের থিয়েটার দু শাতেলের মঞ্চে হাসলেন রদ্রি। প্রথমবার মতো হাতে তুললেন ব্যক্তিগত মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। ছেলেদের ফুটবলে ৬৪ বছর পর কোনো স্প্যানিশের হাতে উঠল ব্যালন ডি’অর। আর ম্যানচেস্টার সিটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি।
২০০৭ সালে এসি মিলানে খেলার সময় এই পুরস্কার জিতেছিলেন কাকা। এরপরই শুরু মেসি- রোনাল্ডোর রাজত্ব। ২০০৮ থেকে ২০২৩—মোট ১৩টি ব্যালন ডি’অর জিতেছেন দুজনে। মাঝে এই পুরস্কার পেরেছেন শুধু দুজন—লুকা মদরিচ (২০১৮) ও করিম বেনজেমা (২০২২)।
এবারের ব্যালন ডি’অরে রদ্রির অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে তিনি ক্লাবের হয়ে গত মরসুমে জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। দেশের হয়ে জিততে পারেননি কিছুই। ব্যালন ডি’অর জয়ে ফেবারিটের তালিকায় ছিলেন জুড বেলিংহামও। সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের প্রথম মরসুমেই জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। রদ্রি গত মরসুমে সিটির জার্সিতে প্রিমিয়ার লিগ আর স্পেনের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ।