BRAKING NEWS

এসএসকেএমে কাঁচি কেলেঙ্কারির জেরে মুখ্যমন্ত্রীকে ‘দায়ী’ করলেন শুভেন্দু

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): এসএসকেএম-এ কাঁচি কেলেঙ্কারির অভিযোগ ঘিরে প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। মূলত এসএসকেএম-এ প্রসূতি বিভাগে অপারেশন থিয়েটারে রোগীর পেট কাটতে গিয়ে ভাঙে মরচে ধরা কাঁচি !

ভাঙা কাঁচির ছবি পোস্ট করে মঙ্গলবারই প্রতিবাদে সরব হয়েছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। বুধবার এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের বলেন, ‘এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়’।

শুভেন্দুবাবু বলেন, ‘জং ধরা কাঁচি পাওয়া যাচ্ছে এসএসকেম-এ। যাকে নিয়ে আমরা গর্ব করি, যে পশ্চিমবঙ্গের  সবচেয়ে ভাল হাসপাতাল। আর সেখানেই জং ধরা কাঁচি পাওয়া গিয়েছে! আমাদের তো বলার কিছু নেই। ১৩ বছর পশ্চিমবঙ্গ বিধানসভায় স্বাস্থ্য বাজেট হয় না। এরাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে গিলোটিনে পাঠানো হয়েছে। এজন্য দায়ী রাজ্যের অপদার্থ-অযোগ্য স্বাস্থ্যমন্ত্রী, যিনি সন্দীপ ঘোষের মাথার উপরে হাত ছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *