আগরতলা, ২৯ অক্টোবর : মঙ্গলবার বোকাফা ব্লকের কনফারেন্স হলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দক্ষিন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিন জেলার জেলা শাসক স্মীতা মল এম এস, দক্ষিন জেলা পরিষদের সদস্য নিতিশ দেবনাথ, বোকাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পাল সহ অন্যান্যরা।
শান্তির বাজার মহকুমার অন্তর্গত বিভিন্ন দপ্তরের ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে আজকের এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ব্লকের অধীনে থাকা পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও। বৈঠকে ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর এবং অর্ধসমাপ্ত কাজ সম্পর্কেও আলোচনা করা হয়েছে। কিছু কাজ অর্ধসমাপ্ত থাকার কারণ রয়েছে এবং সেগুলো কিভাবে সমাপ্ত করা হবে তা নিয়ে মতবিনিময় করা হয়।
বৈঠকের আলোচনা শেষে উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে সংবাদমাধ্যমের তুলে ধরেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রী জানান, সমগ্র দক্ষিনজেলার উন্নয়নে প্রতিনিয়ত দক্ষিন জেলায় অবস্থিত সবকয়টি ব্লকে পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হবে।