কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): ভারতের স্বাধীনতা সংগ্রাম ও সংগ্রামীদের ওপর গবেষণা-আলোচনার পরিসর আরও বাড়াতে পারস্পরিক যোগসূত্র নিবিঢ় করেছে ‘রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট’ (আরআইআইএফএম)। সদ্যজাত সংস্থাটির সদস্য ও শুভানুধ্যায়ীরা মঙ্গলবার একত্রিত হলেন কলকাতার ভারতসভা হলে। এদিনের ভাববিনিময় সভার আনুষ্ঠানিক নাম “বিজয়া সম্মিলনী” হলেও আদতে মিলনোৎসবের মুখ্য উদ্দেশ্য ছিল স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আরও এক প্রস্থ গভীর আলোচনা। পাশাপাশি পরবর্তী প্রজন্মের মধ্যেও তা বিস্তার করা ও বীজ বপন করা। তাই একদিকে এই অনুষ্ঠানে যেমন ষাট-সত্তোরোর্ধ ব্যক্তিরাও ছিলেন, তেমনই উপস্থিত ছিলেন যুবক-যুবতীরাও।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের পরিবারের সদস্য প্রসাদ রঞ্জন দাশ, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্নেহধন্য শতায়ু স্বাধীনতা সংগ্রামী হরেন বাগচী বিশ্বাস-সহ একাধিক স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্যরা। স্বাধীনতাগ্রাম ও সংগ্রামীদের নিয়ে আলোচনা হয় এদিন। আলোচনায় প্রসাদ রঞ্জন দাস স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পর্যায় ও বিষয় উল্লেখ করেন। এও বলেন, স্বাধীনতা সংগ্রাম ও সংগ্রামীদের নিয়ে গবেষণার উৎসাহ পরবর্তী প্রজন্মের মধ্যেও রোপন করতে হবে। প্রসাদ বাবুর পাশাপাশি অন্যান্য স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যরাও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নজরুলগীতি পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের বংশধর সঙ্গীতশিল্পী নুপুর কাজী।
উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে কিছু বিশিষ্টের উপস্থিতিতে এই সংগঠন তৈরি হয়। সংস্থাটির প্রতিষ্ঠাতা-সভাপতি ভারতের ‘গুডউইল এম্বাসেডর’, আই এ এ ইন্ডিয়া ইউনেস্কোর সরকারি অংশীদার বিপ্লব রায়। সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা ২১ জন। সর্বসম্মতিক্রমে নবনির্মিত সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদ প্রফুল্ল চাকির প্রপৌত্র সুব্রত চাকি। সম্পাদক পদে যুগ্মভাবে নির্বাচিত হন বিপ্লবী উল্লাসকর দত্তের পৌত্র কৌশিক দত্ত গুপ্ত ও আইএনএ-র প্রাক্তনী (সিক্রেট সার্ভিস) স্বর্গীয় সুনীল বন্দ্যোপাধ্যায়ের পুত্র শুভেন্দু বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সদস্য মণ্ডলীতে আছেন সায়ন্তন বসু (লেখক ও গবেষক), শান্তনু মুখার্জি (স্বর্গীয় গোপাল মুখার্জির নাতি), ইন্দ্রনীল নন্দী (আইনজীবী), সুবীর কুমার কুন্ডু (বিপ্লবী দেবেশ চন্দ্র কুন্ডুর নাতি), মিঠু চক্রবর্তী (বিপ্লবী ব্যোমকেশ চক্রবর্তীর নাতনি), রাজমোহন বৈরাগী (সমাজসেবী ও অধ্যাত্মবাদী), অধ্যাপক ডঃ শুভ্র চক্রবর্তী, শিল্পী মনোজ সাহা, সন্দীপন বক্সী–সহ বিশিষ্ট ব্যক্তিরা।