ওয়ানাড, ২৯ অক্টোবর (হি.স.): কেরলের ওয়ানাডে জনসংযোগে ব্যস্ত কংগ্রেসের সাধারণ সম্পাদিকা তথা এই সংসদীয় আসনের কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। মঙ্গলবার ওয়ানাডে বিরাট একটি রোড শো করেন প্রিয়াঙ্কা, সেখান থেকে তিনি সোজা চলে যান ফুটবল মাঠে। ফুটবল মাঠে গিয়ে তরুণ খেলোড়ারদের সঙ্গেও কথা বলেন তিনি। প্রিয়াঙ্কা এদিন আচমকাই সীঠি হাজী ফুটবল স্টেডিয়াম পৌঁছন, এবং তরুণ ফুটবল খেলোয়াড়দের সাথে মতবিনিময় করেন। শোনেন তাঁদের কথা। প্রিয়াঙ্কা এদিন একটি জনসভাতেও ভাষণ দেন।