নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): ধনতেরাস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিটি মানুষের সুস্থ স্বাভাবিক জীবন কামনা করেছেন তিনি। মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, সমস্ত দেশবাসীকে ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা।আয়ুর্বেদ দিবস উপলক্ষ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় লেখেন, শরীর সুস্থ রাখতে আয়ুর্বেদিক ওষুধের ব্যবহার অব্যাহত রাখতে হবে। ধন্বন্তরির জন্মদিবসে, আয়ুর্বেদের অবদান এবং তার প্রয়োজনীয়তা গোটা বিশ্বে সমাদৃত হয়েছে।