নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদিবাসী নেতা কার্তিক ওরাওঁ-এর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। কার্তিক ওরাওঁ–কে মহান নেতা হিসেবে বর্ণনা করে মোদী বলেন, আদিবাসী সম্প্রদায়ের আত্মসম্মান ও অধিকার রক্ষায় তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন। আদিবাসী সংস্কৃতি এবং তাঁদের পরিচয় রক্ষায় এক সোচ্চার মুখপাত্রও ছিলেন তিনি।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “আদিবাসী সমাজের অধিকার এবং সম্মান রক্ষায় নিবেদিত জীবন মহান কার্তিক ওরাওঁ-এর জন্ম শতবর্ষে আন্তরিক শ্রদ্ধা জানাই। আদিবাসী সংস্কৃতি এবং তাঁদের পরিচয় রক্ষায় এক সোচ্চার মুখপাত্র হিসেবে তিনি কাজ করে গেছেন। বঞ্চিতদের কল্যাণে তাঁর অতুলনীয় কাজ দেশবাসীকে সব সময় প্রেরণা যোগাবে।”