BRAKING NEWS

ধনতেরস উপলক্ষ্যে রাজধানীর জুয়েলারিগুলোতে উপচে পড়া ভিড়

আগরতলা, ২৯ অক্টোবর : আজ ধনতেরস। সেই উপলক্ষে রাজধানী আগরতলার বিভিন্ন স্বর্ণালংকারের দোকানগুলোতে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। ধনতেরাসে অনেকেই সোনার জিনিস ক্রয় করেন। এই প্রথাটি স্বাস্থ্য ও সম্পদের দেবতা ভগবান ধন্বন্তরির সাথে যুক্ত। স্বর্ণ ক্রয়ের বিষয়টি আসন্ন বছরের জন্য আশীর্বাদ পাওয়ার একটি উপায় হিসেবে বিবেচিত।

ধনতেরসের সঙ্গে যুক্ত একটি বিশ্বাস রয়েছে যে ধনত্রয়োদশীর দিনে যে কোনও ধরণের ধাতু ক্রয় করা সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয়। সোনাকে দেবী লক্ষ্মীর প্রতিনিধি হিসেবে দেখা হয়। ধনতেরসে সোনা কেনা বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসে, লক্ষ্মী যাতে স্থায়ীভাবে বাস করে তা নিশ্চিত করে।

রাজধানী আগরতলার বেশ কিছু জুয়েলারিতে জনগণ স্বর্ণ কেনার জন্য ভিড় জমিয়েছেন। তাছাড়া ধনতেরাস উপলক্ষ্যে গহনার মজুরিতেও ছাড় রয়েছে বলে অনেকেই এই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না। স্বর্ণালঙ্কারের দোকানগুলোর বাইরে পছন্দ মত স্বর্ণের জিনিস ক্রয় করে বের হয়ে আসা ক্রেতাদের মধ্যে এক আনন্দের উচ্ছ্বাস দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *