শ্রীনগর, ২৯ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ মঙ্গলবার শ্রীনগরের এসকেআইসিসি-র লনে ‘রান ফর ইউনিটি’ কর্মসূচির সূচনা করেছেন। ‘রান ফর ইউনিটি’ কর্মসূচির সূচনা করার পর তিনি আনন্দ প্রকাশ করেন এবং জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে শান্তি ও উন্নয়নে ঐক্যের ভূমিকার ওপর জোর দেন।এই অনুষ্ঠানে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন। অংশ নেন পুলিশ এবং সিআরপিএফ আধিকারিকরা। পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক যুবক ও মহিলা এই ‘রান ফর ইউনিটি’ কর্মসূচিতে অংশ নেন।