নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): ‘আয়ুষ্মান যোজনায়’ অসহযোগিতার অভিযোগ এনে দিল্লি ও পশ্চিমবঙ্গ সরকারকে কটাক্ষ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার তিনি এক সমাবেশে জানিয়েছেন, “আমি দিল্লির এবং পশ্চিমবঙ্গের সত্তরোর্ধদের কাছে ক্ষমাপ্রার্থী। কারণ আমি আপনাদের সেবা করতে পারবো না। আমি তাঁদের কাছে ক্ষমা চাইছি কারণ আমি জানি তাঁরা কেমন আছেন, সেই তথ্য আমি সংগ্রহ করি, কিন্তু আপনাদের সাহায্য করতে পারবো না।
এর কারণ হলো দিল্লি এবং পশ্চিমবঙ্গের সরকার আয়ুষ্মান যোজনার সাথে যুক্ত হচ্ছে না। রাজনৈতিক স্বার্থে নিজেদের রাজ্যের অসুস্থ মানুষদের কষ্টে রাখার প্রবণতা যে কোনও মানবিক মনোভাবের বিরোধী। তাই আমি পশ্চিমবঙ্গের ও দিল্লির প্রবীণ মানুষদের কাছেও ক্ষমাপ্রার্থী।
দেশের মানুষদের সেবা করার ইচ্ছা আমার আছে। কিন্তু রাজনৈতিক ব্যবস্থার দেওয়াল আমাকে দিল্লি এবং পশ্চিমবঙ্গের প্রবীণ মানুষদের সেবা করতে বাধা দিচ্ছে।”