নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ অক্টোবর: শুরু হয়ে গেল আলোর উৎসব দীপাবলি বিভিন্ন প্রতিষ্ঠিত কালীবাড়ি সহ বিভিন্ন এলাকায় হবে দীপাবলি উপলক্ষে কালী পূজা। উৎসবের মাসে সব এলাকা এখন আনন্দ মুখর। আজ বিলোনিয়া মতাই বুড়া কালী বাড়িতে তিন দিনব্যাপী দীপাবলি উৎসবে শুভ সূচনা হলো।
তিনদিন ব্যাপী দীপাবলি উৎসব ও মেলার উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মৎস্য ও তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বাইখোরা জগন্নাথ মন্দিরের সাধু মাধব দাস, চন্দন দেবনাথ, ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভুনাথ কর, ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ মিত্র সহ অন্যান্য অতিথিগন।
বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস দীপাবলীর মাহাত্ম্য তুলে ধরে সনাতন ধর্ম রক্ষা করার কথা বলেন, হিন্দু ধর্মের বিভিন্ন দিক তুলে ধরে তিনি সকলকে সব মতের উর্ধে উঠে সকলকে একত্রিত হওয়ার কথা বলেন, তারপর মন্ত্রী সুধাংশু দাস সকলের সাথে মাটিতে বসে শুনলেন কবি কীর্তন তিনি নিজেও গাইলেন গান,জানা যায় অধুনা বাংলাদেশের তালবাড়িয়া থেকে মতাই এলাকায় এই বুড়া কালী মায়ের মূর্তি এনে স্থাপিত করা হয় ১৯৬৩ সালে, সেই থেকে এখানে এখনো পর্যন্ত কালিমা প্রতিনিয়ত বুড়া কালী হিসাবে পুজিত হয়ে আসছে। এখানকার লোকজন একে জাগ্রত কালী হিসেবে জানেন। আজ মন্ত্রীর গানে এই কালীবাড়ি প্রাঙ্গণ একটি অন্য মাত্রা পেল।