উধমপুর, ২৯ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় গভীর খাদে পড়ে গেল একটি মিনিবাস। দুর্ঘটনায় কমপক্ষে ২৬ জন নার্সিং ছাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুই থেকে ৩ জনের অবস্থা সঙ্কটজনক। মঙ্গলবার উধমপুরের সালমারির ফারনা এলাকায় শিব মন্দিরের কাছে একটি মিনি বাস রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডেপুটি কমিশনার সালোনি রাই বলছেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে, আমাদের টিম ঘটনাস্থলে ছুটে যায়। প্রাথমিক তদন্তে জানা যায়, ব্রেক ফেল করার কারণে ঘটনাটি ঘটেছে, তদন্ত করা হবে। মানুষকে বাঁচানো আমাদের অগ্রাধিকার। ৩-৪ জন গুরুতর আহত হয়েছেন।” পুলিশ জানিয়েছে, আহত সবাই উধমপুরের বাসিন্দা।