আগরতলা, ২৯ অক্টোবর : আসন্ন দীপাবলি উপলক্ষ্যে পুরোনো মোটরস্ট্যান্ডস্থিত শনিতলা কালী পূজা কমিটির আয়োজিত রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন মেয়র দীপক মজুমদার।
দীপাবলিকে সামনে রেখে বিবিসি ক্লাবের সহায়তায় শনিতলা কালী পূজা কমিটি মঙ্গলবার সকালে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অলক ভট্টাচার্য সহ অন্যান্যরা।
মেয়র দীপক মজুমদার বলেন, বিবিসি ক্লাব ও শনিতলা কালী পূজা কমিটির এই উদ্যোগে অংশগ্রহণ করে তিনি আনন্দিত। ক্লাব ও কমিটির কর্তৃপক্ষ সহ উপস্থিত সকলকে তিনি ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন, রক্তদান শিবিরের এই উদ্যোগ সমাজের মানুষের অনেক সহায়তা করবে। বিবিসি ক্লাব ও শনিতলা কালী পূজা কমিটি নিজের সামাজিক দায়িত্ব পালন করছেন যা প্রশংসনীয়। আগামীতেও যাতে ধারাবাহিকভাবে এই সমাজ কল্যাণমূলক কার্যকলাপ অব্যাহত থাকবে বলে আশা করছেন তিনি।