BRAKING NEWS

টেন হাগকে ছাঁটাই করল ম্যানচেস্টার ইউনাইটেড

ওল্ড ট্র্যাফোর্ড, ২৯ অক্টোবর (হি.স.): শেষ হলো ওল্ড ট্র্যাফোর্ডে ডাচ কোচ এরিক টেন হাগের আড়াই বছরের অধ্যায়। তাঁর জায়গায়  অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রুড ফন নিস্টলরয়।

ম্যান ইউনাইটেড কোচ টেন হাগের অবস্থান দীর্ঘদিন ধরে  নড়বড়ে ছিল। অনেক ব্যর্থতার পর ধৈর্যের বাঁধ ভেঙে গেল ক্লাব কর্তৃপক্ষের। সোমবার ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ এই ডাচ কোচকে বরখাস্ত করলেন। ২০২২ সালের এপ্রিলে টেন হাগকে দায়িত্ব দেয় ক্লাবটি। ক্লাবের ওয়েবসাইটে সোমবার  রাতে এক বিবৃতিতে টেন হাগের সঙ্গে চুক্তি শেষ করার ঘোষণা করে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

নতুন প্রধান কোচ নিয়োগের আগে পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করবেন রুড ফন নিস্টলরয়। তিনি গত জুলাই থেকেই টেন হাগের সহকারী হিসেবে কাজ করেছেন।

গত মরসুম থেকেই দলটির পারফরম্যান্স খারাপ যাচ্ছিল। লিগের ৩৮ ম্যাচে মাত্র ১৮টিতে জিততে পারে তারা। আসর শেষ করে অষ্টম হয়ে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ থেকে এবং লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছে টেন হাগের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *