BRAKING NEWS

ঋষিকেশ এইমস-এর হেলিপ্যাডে হেলিসার্ভিসের সূচনা, ড্রোন পরিষেবারও শুভারম্ভ 

ঋষিকেশ, ২৯ অক্টোবর (হি.স.): উত্তরাখণ্ডের ঋষিকেশ এইমস-এর হেলিপ্যাডে সূচনা হল হেলিসার্ভিসের। এছাড়াও ড্রোন পরিষেবারও সূচনা হয়েছে মঙ্গলবার। ঋষিকেশ এইমস-এর হেলিপ্যাডে মঙ্গলাবার থেকে হেলিসার্ভিস শুরু হয়েছে। এই অনুষ্ঠানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধমি, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু এবং এইমস-এর ডিরেক্টর সহ হেলি বাস সার্ভিস টিম উপস্থিত ছিলেন। এর পাশাপাশি ড্রোনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ওষুধ পাঠানোর জন্য ড্রোন পরিষেবাও চালু করা হয়েছে। এইমস ঋষিকেশ থেকে মঙ্গলবার শুরু হওয়া হেলি পরিষেবার নোডাল অফিসার মধুর বলেছেন, “এটি প্রাথমিকভাবে সেই সমস্ত লোকজনের জন্য যারা সঙ্কটজনক। কারণ সংকটাপন্ন রোগীদের জীবন বাঁচাতে কম সময় হওয়া দরকার। উত্তরাখণ্ডের ভৌগোলিক অবস্থান এমন যে আপনি যদি রাস্তা ব্যবহার করেন তবে হাসপাতালে যেতে অনেক সময় লাগবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *