কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা হাফিজ আলম সৈরানির প্রয়াণে শোকস্তব্ধ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তাঁর মরদেহ মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে পৌঁছয়। সেখানেই কংগ্রেস নেতা ও কর্মীরা তাঁকে শ্রদ্ধা জানান। এরপর তাঁর মরদেহ বিধানসভায় নিয়ে যাওয়া হয়। কংগ্রেসের বিজয়া সম্মিলনী আপাতত স্থগিত করা হয়েছে। এমনটাই জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। উল্লেখ্য, প্রয়াত হাফিজ আলম সৈরানি কংগ্রেস পরিবারের এক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সুতরাং তাঁর প্রয়াণের খবরে শোকাহত দলীয় নেতৃত্ব। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ২৯ অক্টোবর বিজয়া সম্মিলনী স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।