তৃণমূল নেতার প্রশ্নের প্রেক্ষিতে সাফ জবাব দিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রসঙ্গে কুণাল প্রশ্ন করেছিলেন, সিবিআই যেখানে তদন্ত করছে সেখানে কেন রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে? তার জেরেই শতরূপ অডিওবার্তায় বলেছেন, “ঠিক কথা! কিন্তু সারদাকাণ্ডে যখন সিবিআই তদন্ত করছিল, আপনিও জেলে বসে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনশন করেছিলেন। কেবল তাই নয়, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আমার কাছে বিচারপতি মনজ্যোতি ভট্টাচার্যের দেওয়া রায়ের প্রতিলিপি আছে। যেখানে দেখাতে পারি কুণাল ঘোষ কিন্তু শুধু অভিযুক্ত নন। উনি আদালতে সারদা মামলায় সাজাপ্রাপ্ত। অনুকম্পার আবেদন এবং চুরির টাকা ফেরত দিয়ে জেলে বাইরে আছেন। বিচারপতি শাস্তি দেননি। ক্ষমা করে দিয়েছেন। এই যে জ্ঞানের বানী শোনাচ্ছেন এই কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রী সেদিন অভিযুক্ত এবং দোষীকে অভিযুক্তই মনে করেননি। তাই কুণাল ঘোষ এখন দলের মুখপাত্র।”